কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালীগঞ্জে সরকারি জমি থেকে প্রাণ-আরএফএলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। পৌরসভার মূলগাঁও এলাকার শীতলক্ষ্যা নদী তীরবর্তী প্রাণ-আরএফএল কারখানায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদের মাধ্যমে ২৯ শতাংশ সরকারী খাস জমিও উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে উচ্ছেদ এবং খাস জমি উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইউএনও মো. শিবলী সাদিক। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর কূল ঘেঁষে উপজেলার মূলগাঁও এলাকায় বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ইউএনও মো. শিবলী সাদিক বলেন, ‘এ উপজেলায় যোগদানের পর সরকারি খাস জমি দখলের কথা যখনই শুনেছি সঙ্গে সঙ্গে অবৈধ দখলদার উচ্ছেদ করে তা উদ্ধার করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close