বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

বেনাপোল সীমান্তে নারী-শিশুসহ আটক ৫৪

যশোরের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় পাচারকারীসহ ৫৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোরে যশোরের বেনাপোল ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায় জানিয়েছে তারা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়। এদিকে সাদিপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দালালসহ পাঁচজনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এদের মধ্যে পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।

অপরদিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় খুলনার গাতিপাড়া সীমান্ত থেকে ২৪ জনকে আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close