কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৯

কালকিনিতে দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি সম্পত্তি বেহাত করে অবৈধ লেনদেনের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক। গত সোমবার সন্ধ্যায় আবুল কালামকে মাদারীপুর জেলা হাজতে প্রেরণ করেছে দুদক। দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৌরভ দাস জানান, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। তখন কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাটে একটি সরকারি পুকুরের শ্রেণি পরিবর্তন করে ব্যক্তি মালিকানায় বরাদ্দ দেন তিনি। পরে সেখানে কয়েকটি দোকান-ঘর নির্মাণ করে ভাড়া দেন। এতে ওই ভূমি কর্মকর্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকার কয়েকজন দুদকের ফরিদপুর আঞ্চলিক অফিসে অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close