শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৯

শিবচরে বিসিক শিল্পনগরী গড়ে তুলতে মতবিনিময়

মাদারীপুরের শিবচরে বিসিক, মাল্টি সেক্টোরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শিবচর প্রকল্পের ডিপিপি পুনর্গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ৩ ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সচিব মুস্তাক আহম্মেদ উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাদারীপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, সদর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক বাবু কাজল কৃষ্ণ দে, শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে উপস্থিত জমির মালিক, শিল্পপতি, চাকরিজীবী, ঠিকাদার ও ব্যবসায়ীরা জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপির শিবচরের উন্নয়নে গৃহীত ভূমিকার প্রশংসা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close