বগুড়া প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৯

বগুড়ায় রেলওয়ের জমিতে থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় রেলওয়ের জায়গায় থাকা দুই শতাধিক দোকানঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই শতাধিক দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বগুড়া শহরের সুত্রাপর মৌজার স্টেশন সড়কের পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। বগুড়া রেলওয়ের কর্মকর্তারা জানান, জেলা শহরের সূত্রাপুর মৌজার রেওলয়ের প্রায় সাড়ে ৪ একর জমি ইজারা দেওয়া হয়। এরমধ্যে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টকে দেওয়া হয় প্রায় ২ একর। আর দেড় একর জমি ২০১৭ সালে ১৫৮ জন সাধারণ মানুষের নামে ইজারা দেওয়া হলেও ইজারা প্রদানের প্রায় ২ কোটি টাকা সরকারিভাবে পরিশোধ করা হয়নি। এ নিয়ে পরে তিনদফা চিঠি দিলেও ইজারাদাররা কোন সাড়া না দেওয়ায় ইজারা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। বালাদেশ রেলওয়ের লালমনিরহাটের স্টেট অফিসার রেজাউল করিম জানান, অবৈধভাবে রেলওয়ে সম্পত্তিদখল করে স্থাপনা নির্মাণ করায় এই উচ্ছেদ অভিযান পরিচলনা করা হ্েচ্ছ। এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান।

বগুড়া রেলওয়ের কানুনগো গোলাম নবী জানান, রেলের সরকারি জমি ইজারা নেওয়ার পরেও ইজারামূল্য জমা না হওয়ায় প্রদানকৃত ইজারা বাতিল হয়েছে। তারপর এই উচ্ছদ অভিযান পরিচালনা করা হলো। উচ্ছেদে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close