হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৯

হাটহাজারী-ফটিকছড়ি

৮ স্থানে ডাকাতি, আটক ২৫, মালামাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৮টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসব ডাকাতি ও হাটহাজারীতে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরে আটকরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় গত জুলাই হতে অক্টোবর মাস পর্যন্ত ৮ টি ডাকাতি সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ডাকাতি বন্ধ থাকার পর হঠাৎ করে ডাকাতি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তা ছাড়া ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ডাকাতদের গ্রেফতারে পুলিশ করণীয় নির্ধারণ পূর্বক বিভিন্ন স্থানে র্সোস নিয়োগ করেন। দুই থানার ওসিদের নিয়ে গঠন করেন দুটি আলাদা টিম। সোর্সের দেওয়া তথ্য যাচাই বাচাই করে কৌশলী অভিযানে নেমে পড়েন পুলিশ। অভিযান চালিয়ে এক পর্যায়ে ফটিকছড়ি থানাধীন লেলাং এলাকা হতে ওসমান নামে এক ডাকাতকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত ওসমান (৩৫), হাসান (৩৮), জাহাঙ্গীর (৩৯), রহিম (৩০), সুমন (৩২), মঞ্জুর আলম (৩২), রুবেল (২৬), নূর নবী (৩৫), সরোয়ার (২৮), সুমন (২৯), মহিউদ্দিন (২৪), রাশেদ (২২), আলমগীর (৩০) ও বন্দুক নাসিরকে (৩৮) আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে লুণ্ঠিত কম্বল, নগদ টাকা, মোবাইল সেট এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ধৃত আসামি ওসমান, হাসান, জাহাঙ্গীর, রহিম, রাশেদ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। আটককৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close