কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৯

কমলগঞ্জে জানাজায় দোয়া নিয়ে সংঘর্ষে আহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির নোয়াগাঁও গ্রামে জানাজার পর দোয়া পড়া নিয়ে দুপক্ষের সংষর্ষে ১ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। হামলায় আহত হন রমজান আলী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাধবপুর ইউপির নোয়াগাঁও গ্রামে মঈন উদ্দীন মিয়ার স্ত্রীর জানাজার নামাজের পর দোয়া না করে লাশ দাফন করতে গেলে একই গ্রামের আলাউদ্দীন মিয়া আপত্তি জানান। তিনি দোয়া পড়েই লাশের দাফন করতে বলেন। এ নিয়ে মুসল্লি দুরুদ মিয়ার সঙ্গে আলাউদ্দীন মিয়ার বাগবিতন্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। তাৎক্ষণিক উপস্থিত মুসল্লিরা বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে দুজনকেই সরিয়ে দেন। এ ঘটনার জেরে শনিবার রাতেই আলাউদ্দীন মিয়া তার ছেলেদের নিয়ে দুরুদ মিয়াকে মারপিট করার জন্য খুঁজতে থাকে। তখন দুরুদ মিয়াকে না পেয়ে মঙ্গল মিয়ার দোকানের সামনে দুরুদ মিয়ার আত্মীয় রমজান আলীকে পেয়ে মারপিট করেন তারা। এ ঘটনায় রমজান মিয়া আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই আহত রমজান মিয়ার ছেলে শাহীন মিয়া বাদী হয়ে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে আলাউদ্দীন মিয়ার ছেলে গিয়াস উদ্দীন অভিযোগ করে বলেন, ‘জানাজার নামাজের পরের ঘটনাটি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেলে রাত ৮টায় গ্রামের ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় তার অসুস্থ ছোট ভাইয়ের চিকিৎসার জন্য রাখা ২ লাখ টাকা লুট করা হয়েছে।’ এ ঘটনায় আলাউদ্দীন মিয়ার স্ত্রী আমিরুন বিবি বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘মাধবপুরে জানাজার নামাজ শেষে দোয়া নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিক স্থানীয়ভাবে সেটির সমাধান হয়েছে। পরে যে ঘটনাগুলোর উল্লেখ করে থানায় দুই পক্ষ অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close