ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৯

জেডিসিতে প্রক্সি

ভাণ্ডারিয়ায় কেন্দ্র সচিবসহ আটক ৮

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেডিসি পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দেওয়ার ঘটনায় কেন্দ্রসচিব ও এক মাদরাসার সুপারসহ আটজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ছয়জন শিক্ষার্থী রয়েছে। গতকাল রোববার ভাণ্ডারিয়া থানা পুলিশ আটকদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠান। এর আগে গত শনিবার জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় ছয় শিক্ষার্থীকে আটক করা হয়। এরা হলেন উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়ার দাখিল মাদরাসা কেন্দ্রসচিব আমির হোসেন, উপজেলার হরিণপালা নেছারিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার সিদ্দিকুর রহমান, ভুয়া পরীক্ষার্থী হাফিজা আক্তার, কারিমা আক্তার, মুনিয়া আক্তার, বকুল আক্তার, মমিনুল ইসলাম ও মূল পরীক্ষার্থী বায়জিদ হোসেন। ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এমাদুল হক বাদী হয়ে ১৭ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close