হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৯

হিলিতে পরিবহন ধর্মঘট

দ্বিতীয় দিনেও হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও বগুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত যাত্রীরা। গত শনিবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে হিলি থেকে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসচালকরা জানান, আমরা চালকরা বাস চালাই কেউ তো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাইনা বা কাউকে চাপা দেয়না। সড়কে ভ্যান রিক্সা সিএনজির যে চাপ তারাতো ডান বাম বোঝেনা, কিন্তু এখন কোন কারনেই একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদ- বা আহত হলে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ দিতে হবে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থও নাই আর আমরা বাস চালায়ে জেলখানায় যেতে চাইনা। তাই এই নতুন আইন সংস্কারের দাবিতে আমরা নিজেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close