উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

উলিপুরে গৃহবধূকে মারধরের অভিযোগে মামলা

কুড়িগ্রামের উলিপুরের তবকপুর ইউনিয়নের বড়–য়া তবকপুর রাজারঘাট গ্রামে আছমা বেগম (২৬) নামের এক গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে স্মামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আছমা ওই গ্রামের আতাউর রহদানের স্ত্রী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার ভুক্তভোগি বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই এসআই রাসেল মাহমুদ অভিযান চালিয়ে মাসলার ১নং আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করেন। মামলা সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দুপুরে আছমা বেগম নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় পারিবারিক বিরোধের জের ধরে আছমার স্বামীর বড় ভাই লোকমান হোসেন (৩৮), তার স্ত্রী মমতাজ বেগম (৩৩), আফজাল হোসেন (৪৮) ও তার স্ত্রী ঝরনা বেগমসহ (৪০) পাঁচজন আছমা বেগমকে এলোপাতারি মারধর করে। আহত ওই গুহবধূকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন গৃহবধূর খোঁজ-খবর নিয়েছি। মামলার ১নং আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close