জামালপুর প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

জামালপুরে তথ্য প্রতিমন্ত্রী

সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না

যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, যে জাতি নিরস্ত্র সশস্ত্রদেরকে পরাজিত করতে পারে, যে জাতি রক্ত দিতে জীবন দিতে ভয় করে না, কুন্ঠা করে না এই জাতির অগ্রযাত্রাকে কেউ দাবায়ে রাখতে পারবে না। সরকারকে ফাঁকি দিয়ে নিজের উন্নয়ন হয় না। সরকারকে ফাঁকি দিয়ে নিজের পায়ে কুড়াল মারা। গতকাল শনিবার দুপুরে জামালপুরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এসব কথা বলেন।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ সেøাগানে জামালপুর শহরের স্টেশন রোড়ে আয়কর অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সার্কেল-৭ এর সহকারী কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, এএসপি বাছির উদ্দিন, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি রেজাউল করিম রেজনু ও সর্বোচ্চ করদাতা রঞ্জন কুমার সিংহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close