নোবিপ্রবি প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৯

নোবিপ্রবিতে কৃষি দিবস পালিত

‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে জাতীয় কৃষি দিবস-২০১৯ পালন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ এর উৎসবমুখর আয়োজন করেন।

এদিন সকালে কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু চত্বর থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন করেন তারা। দুপুরে কৃষি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘কৃষিভিত্তিক এই দেশে কৃষির উন্নয়ন ছাড়া কখনই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। উপকূলীয় অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের কৃষির উন্নয়নই হোক আজকের এই কৃষি দিবসে কৃষিবীদদের অঙ্গীকার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close