মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৯

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা.

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের উদ্যোগে ৩২তম ‘উদয়ন মেধাবৃত্তি’ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৬৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আ.লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উদয়ন ক্লাবের সভাপতি শেখ সেলিম, সাবেক সভাপতি জানে আলম, সাবেক সম্পাদক শওকত আলী, শাখাওয়াত উল্লাহ রিপন, শিক্ষানুরাগী হাজ্বী মহসিন আলী।

সংগঠনের সভাপতি শেখ সেলিম জানান, ১৯৯১ সাল থেকে ক্লাবের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারো মিরসরাই, ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close