বগুড়া প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৯

বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনি এলাকার ফারুক হোসেনের বাড়ি থকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় শিশু চুরির সঙ্গে জড়িত রেশমা খাতুন (৩৫) নামের এক নারীকে। সে শাজাহানপুর উপজলোর রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার মন্ডলের মেয়ে। বগুড়া পুলিশ তাকে গ্রেফতার করে।

রাতেই পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা শিশুটির বাবা সৌরভ মিয়ার কাছে নবজাতককে হস্তান্তর করেন। এসময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস এম এম সালেহ ভুঁইয়া উপস্থিত ছিলেন। তিনি প্রসুতি এবং নবজাতককে দ্রুত হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। এ সময় বগুড়ার পুলিশ সুপার নবজাতক ও প্রসুতিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসা ও নবজাতকের উন্নত খাবারের জন্য ব্যক্তিগতভাবে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close