প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ নভেম্বর, ২০১৯

কর নিয়ে বিভ্রান্তি দূর করতে আয়কর মেলা

‘কর প্রদানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে বিভিন্ন জেলায় চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ শ্লোগানে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে এই অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শুক্রবার ফরিদপুর, চুয়াডাঙ্গ ও পটুয়াখালীতে এই মেলা উদ্বোধন করা হয়। এছাড়া মাদারীপুরে এই মেলা উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার।

ফরিদুপুরে মেলার উদ্বোধনীতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি তা দূর করতে মেলা। করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়।’

ফরিদপুর : ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে গতকাল আয়কর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা কর অঞ্চল-৩ এর যুগ্ম-কর কমিশনার ড. হরিপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আ.লীগের সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পৌর শহরের সরকারি কলেজ সড়কের অ্যাসোসিয়েশন হলে গতকাল আয়কর মেলা উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। খুলনা কর অঞ্চলের যুগ্ম-কমিশনার মুহিতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সহকারি কর কমিশনার ইরানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এডিসি (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, জেলা আয়কর আইনজীবী সমিতির সম্পাদক সেলিম উদ্দিন খান, আয়কর আইনজীবী মহ. শামশুজ্জোহা। এ বছর চুয়াডাঙ্গায় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন ৭ জন।

পটুয়াখালী : পটুয়াখালীতে কর ভবন চত্বরে পটুয়াখালী ও বরিশাল কর অঞ্চলের আয়কর মেলা উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের এমপি অ্যাড. মো. শাহজাহান মিয়া। কর অঞ্চল বরিশালের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন এএসপি মাহফুজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ অন্যান্য।

মাদারীপুর : মাদারীপুরে এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বৃহস্পতিবার আয়কর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিসি লুৎফন নাহার নাজিম। ঢাকা কর অঞ্চল-৭ এর উপ-কর কমিশনার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ওবাইদুর রহমান খান (কালু), সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আখতারুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close