প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ নভেম্বর, ২০১৯

‘শুদ্ধ’ নেতৃত্বে এগিয়ে যাবে যুবলীগ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। সংগঠনের জেলা, উপজেলা, পৌর কমিটিসহ সব ইউনিট এতে অংশ নেয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল দলী ও জাতীয় পতাকা উত্তোলন, বেলা ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা।

বক্তারা বলেন, অসাধুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে যুবলীগ তার আত্মশক্তিতে আরো বলিয়ান হবে। এ সময় ‘শুদ্ধি’ অভিযানের পর নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের প্রতিনিধিদের পাঠান খবরÑ

রংপুর : যুবলীগের রংপুর মহানগর শাখার বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনায় সংগঠনের মহানগর সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার সভাপতিত্বে বক্তব্য মহানগর আ.লীগের সভাপতি সাফিউর রহমার সাফি, সম্পাদক তুষার কান্তি মন্তল, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন প্রমুখ। মহানগর যুবলীগের সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চলনায় বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-মধুখালী : ফরিদপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে দলীয় নেতাকর্মীরা। পরে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সবুল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আ.লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএস ফোয়াদ, শহর আ.লীগের সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা স্বচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম প্রমুখ।

এদিকে মধুখালী উপজেলা প্রতিনিধি জানান, জেলার মধুখালী উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ব ও সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, যুবলীগ নেতা মির্জা কলিমুল্লাহ সুজন, বাবুল মিয়াসহ অন্যান্য।

নীলফামারী : জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগ সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। বক্তব্য দেন জেলা মহিলা আ.লীগের সভাপতি রুপালি বেগম, সম্পাদক ফরিদা খানম, যুবমহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি, সম্পাদক ইসরাত জাহান পল্লবী, শ্রমিকলীগের সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

পাবনা : জেলা যুবলীগের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সংগঠনের জেলা আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক প্রশাসক সাইদুল হক চুন্নু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।

নওগাঁ-রানীনগর-আত্রাই : জেলা যুবলীগ আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। এতে শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের যুবলীগের জেলা সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু ও সম্পাদক বিমান কুমার রায়। উপস্থিত ছিলেন আ.লীগের জেলা সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, পৌর সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য।

এদিকে রানীনগর উপজেলা প্রতিনিধি জানান, জেলার রাণীনগর উপজেলা যুবলীগের শাখার উদ্যোগে আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম চাঁদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান বক্তা জেলা যুবলীগের সভাপতি অ্যাড. খোদাদাদ খাঁন পিটু, বিশেষ বক্তা সম্পাদক বিমান কুমার রায়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ দুলু, সম্পাদক মফিজ উদ্দীন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সম্পাদক সাইফুল ইসলাম সজল, প্রচার সম্পাদক জাকারিয়া সরল, ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য।

এছাড়া আত্রাই উপজেলা প্রতিনিধি জানান, জেলার আত্রাই উপজেলা যুব লীগ আয়োজিত সভায় যুবলীগ সভাপতি শেখ মো. হাফিজল ইসলামের সভাপতিত্ব ও সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, নাজমুল হক নাদিম, আবুল কালাম আজাদ, আব্দুস ছালাম কালু, মাহদি মসনদ স্বরুপ, আবু উজ্জল, মিতু মনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নাটোর : জেলা যুবলীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিথ ছিলেন সংরক্ষিত আসনের এমপি রতœা আহমেদ, জেলা আ.লীগের সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম-সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মালেক শেখ; জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুর-ধুনট (বগুড়া) : বগুড়া শেরপুর উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের উপজেলা সভাপতি তারিকুল ইসলাম তারেকে সভাপতিত্ব ও সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, আ.লীগের সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি প্রমুখ।

এছাড়া ধুনট উপজেলা প্রতিনিধি জানান, জেলার ধুনট উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের উপজেলা সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলীম আল রাজী বুলেট, জাহাঙ্গীর আলম ডলার, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, ফেরদৌস আলম, রেজাউল করিম, দফতর সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ রানা, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুহিত চাঁন, তথ্য ও গবেষণা সম্পাদক হাদিউজ্জামান হাদি, সাংস্কৃতিক সম্পাদক শাহাদৎ হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ময়নুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ; পৌর সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, সম্পাদক চপল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের উপজেলা আহ্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্ব ও যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ লস্করের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন, আ.লীগ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন; থানা ছাত্রলীগের সভাতি সৈকত মাহমুদ, সম্পাদ পারভেজ চোকদার পাপ্পুসহ নেতৃবৃন্দ।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা যুবলীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক এমএ মতিন, উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, আ.লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবলীগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, এ্যাড. মারুফ বিন হাবিব, মনিরুজ্জামান পান্না, মীর আরিফুল ইসলাম উজ্জল, আজিজুর রহমান শাহ আলম, তোফায়েল আহমেদ বকুল। পরে স্থানীয় এমপি তানভীর ইমামের রোগ মুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ফুলপুর-নান্দাইল-ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের সভাপতি শশধর সেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, আ.লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ হাকিম সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, যুবলীগ সম্পাদক বাদশা আলমগীর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে নান্দাইল উপজেলা প্রতিনিধি জানান, জেলার নান্দাইলে উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্ব ও সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরাফ উদ্দিন ভূইয়া, সদস্য রফিকুল ইসলাম রেণুসহ যুবলীগের সব ইউনিটের নেতৃবন্দ।

এছাড়া ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি জানান, জেলার ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক আ. কদ্দুছের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক এম.এ কুদ্দুছ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, পৌর যুবলীগের সাবেক সভাপতি আ. মালেক, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনের উপজেলা মো. তমিজ উদ্দিনের সভাপতিত্ব ও সম্পাদক মো. রমিজ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, হাজী আব্দুল বারেক খান, মো. আমজাদ হোসেন, মো. মারুফ হোসেন, মো. আলমগীর হোসেনসহ নেতাকর্মী।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবলীগ আয়োজিত সভায় সংগঠনে উপজেলা সভাপতি শাহরিয়ার ইফতেখার বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্থানীয় এমপি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যা মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, আ.লীগের যুগ্ম-সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজিত সভায় সংগঠনের উপজেলা সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্ব ও বসুরহাট পৌর সম্পাদক শামছুউদ্দিন নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি পৌর মেয়র আবদুল কাদের মির্জা। বক্তব্য দেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সম্পাদক প্রভাষক গোলাম ছারোয়ার প্রমুখ।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের আয়োজিত সভায় সংগঠনের উপজেলা সম্পাদক জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরোর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল সরকার সহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close