নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৯

মহিলাবিষয়ক অধিদফতর

নান্দাইলে প্রতি মাসে ২৮৮৭ নারীকে খাদ্য সহায়তা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৯-২০২০ ভিজিডি কর্মসূচির আওতায় ১৩টি ইউনিয়নে ২৮৮৭ জন মহিলাকে প্রতি মাসে ৩০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বীর বেতাগৈর ইউনিয়নে ১৩০ জন, মোয়াজ্জেমপুর ২৫৯, নান্দাইল ১৯১, চন্ডিপাশা ২৮৭, গাংগাইল ২৫৩, রাজগাতী ২০৩, মুুশুল্লী ২৩৩, সিংরইল ২০৯, আচারগাঁও ২১১, শেরপুর ২১৫, খারুয়া ২২২, জাহাঙ্গীরপুর ২৮০ এবং চরবেতাগৈর ইউনিয়নে ১৯৪ জন দু:স্থ নারীকে প্রতি মাসে সরকারের এই সুবিধা পাচ্ছেন। প্রতিজন মহিলার নিকট থেকে সঞ্চয় খাতে ২০০ টাকা করে আদায় করা হয়। যা ২৪ মাস পরে এক সঙ্গে ফেরত দেওয়া হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা আরও জানান, নান্দাইলের সেবা ফাউন্ডেশন ৯টি ইউনিয়নে এবং নাটোরের আলোর দিশারী ফাউন্ডেশন ৪টি ইউনিয়নে মহিলাদের সঞ্চয়ের টাকা আদায়সহ তাদের প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করার জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

ইউএনও আব্দুর রহিম সুজন জানান, প্রতিমাসে বরাদ্দ ইউনিয়নের ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রতি মাসেই বিতরণ করতে হবে। কিন্তু বাস্তব অবস্থা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রায় সময় প্রতি মাসে খাদ্য সহায়তা উত্তোলন না করে ২-৩ মাসের একসাথে উত্তোলন করে বিতরণে নানা জটিলতার সৃষ্টি করে থাকেন। কোন কোন ইউনিয়নে ৩০ কেজির সরবরাহ না করে খোলাভাবে চাল বিতরণ করা হয়। উপকার ভোগীরা অতি দরিদ্র হওয়ায় তারা এই সমস্ত অনিয়মের প্রতিবাদ করতে সাহস পায় না। আর প্রতিবাদ করলেই কার্ড বাতিল করবে বলে হুমকি দিয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close