সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৯

সংবাদ প্রকাশের পর

সিংগাইরে সেই সিসা কারখানা আবারও সিলগালা

দৈনিক প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিলগালা করে দেওয়া হয়েছে একটি সিসা কারখানা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর অবৈধ সিসা কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান। জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে জনবসতি এলাকায় অবৈধ সিসা কারখানা গড়ে উঠেছিলো। সিসা গলানোর গ্যাসে এলাকার লোকজনের চোঁখে জ্বালা পোড়া, ক্ষেতের ফসল, গাছ পালা, গবাদিপশুর মৃত্যসহ মানুষ বিভিন্ন রোগে ভুগছিলো। বিষয়টি নিয়ে গত ১৮ জুলাই প্রতিদিনের সংবাদে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে ২৫ জুলাই অভিযান চালান ইউএনও রাহেলা রহমত উল্লাহ। তখন সিসা কারখানাটিতে অনিয়ম পাওয়ায় জরিমানাসহ সিলগালা করে দেন। চারমাস যেতে না যেতেই অনুমতি না নিয়ে ইউএনওর রায়কে উপেক্ষা করে সিলগালা ভেঙে অবৈধ সিসা কারখানা আবার চালু করেন কারখানা মালিক। এ নিয়ে গত ৫ নভেম্বর ‘সিংগাইরে সেই সিসা কারখানা আবার চালু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে বৃহস্পতিবার সন্ধ্যার পর অবৈধ সিসা কারখানা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close