ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৯ নভেম্বর, ২০১৯

ভূঞাপুরে শাশুড়ির অবহেলায় প্রসূতি-মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলে ভূঞাপুরে শাশুড়ির অবহেলায় চরভরুয়া গ্রামের লিপি খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, প্রেম করে ৪ বছর পূর্বে উপজেলার চরভরুয়া গ্রামের আবু সামার ছেলে শাহজামালের সঙ্গে লিপি খাতুনের বিয়ে হয়। এ বিয়ে লিপির শাশুড়ি মন থেকে মেনে নিতে পারেননি। বিয়ের পর থেকেই সংসারে বিভিন্ন সময় শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত লিপির। এরই মাঝে লিপির গর্ভে সন্তান আসার পর থেকেই শাশুড়ির খারাপ আচরণের মাত্রা আরো বেড়ে যায়। বৃহস্পতিবার লিপির প্রসব বেদনা হলে তাকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ সময় তার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হলে শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লিপির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু সেখানে না নিয়ে আবারো তাকে ভূঞাপুর হাসপাতাল থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামের বাড়ি ভড়–য়ায় নিয়ে যায়। সেখানে অবস্থা আরো খারাপ হলে, টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় লিপির বাবা আব্দুল মান্নান বাদী হয়ে শুক্রবার শাশুড়িসহ তিনজনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় শাশুড়ি শাহিদা ওরফে শাহিনুরকে আটক করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close