মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৯

মানিকগঞ্জে স্ত্রীকে নির্যাতন মামলায় সাত দিন রিমান্ড

মানিকগঞ্জে নারী আইনজীবীকে নির্যাতন মামলায় স্বামী শাওন মিয়া আটক করা হয়েছে। গত বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক জান্নাতুল রাফিন সুলতানা ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত শাওন হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তুপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

নির্যাতিত ওই আইনজীবী জানান, প্রেমের সম্পর্কে প্রতারণার মাধ্যমে শাওন মিয়া তাকে বিয়ে করেন এবং ঢাকার নবীনগর এলাকায় ভাড়া থাকতেন। বিয়ের কয়েকদিন পর থেকেই টাকার জন্য স্ত্রীকে মারধর করতেন শাওন। এছাড়া বিভিন্ন সময় স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পরে স্ত্রীর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন স্বামী শাওন। রাজি না হওয়ায় গত ২ নভেম্বর রাতে স্ত্রীকে মারধর করেন। এ সময় স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ৪ নভেম্বর সদর থানায় তিনি অভিযোগ করেন। এর আগে ৩ নভেম্বর নির্যাতনের শিকার ওই আইনজীবীর বাবা মো. সফিউদ্দিন সদর থানায় শাওন মিয়ার বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close