প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ অক্টোবর, ২০১৯

ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমবে

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নিরাপদ সড়ক চাই (নিসচা) এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এতে অংশগ্রহণ করে।

সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা থেকে বাঁচতে ট্রাফিক আইন জানতে হবে এবং মানতে হবে। মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে সে জন্য প্রত্যেক ব্যক্তিকে সজাগ থাকতে হবে। মোটর সাইকেল চালক ও যাত্রীদের গাড়ী চালানোর সময় মাথায় হেলমেট বাধ্যতামূলক জানিয়ে বক্তারা বলেন, সরকার সাধারণ মানুষের জীবনের কথা বিবেচনা করে সড়ক নিরাপদ আইন চালু করেছে। গতিসীমা লঙ্ঘন না করে ট্রাফিক আইন মেনে গাড়ি চলানোর আহ্বান জানান তারা। অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল করাতে না দিতে মালিকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।

দিনের উৎপত্তির ইতিহাস থেকে জানা যায়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর থেকে ইলিয়াস কাঞ্চন দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ওই বছরের ১ ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শীর্ষক একটি সংগঠন তৈরি করেন। তাদের দীর্ঘ কার্যক্রমকে সমর্থন জানিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে।

রংপুর : রংপুর মহানগরীতে জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এতে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস, বিআরটিএ বিভাগীয় পরিচালক আব্দুল কুদ্দুস, বিভাগীয় পরিদর্শক নুর সাফা, জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক একেএম অজিজুল ইসলাম রাজু, জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও ক্যাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক শহিদুল ইসলাম মানিক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক খতিবার রহমান প্রমুখ।

ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা প্রশাসন এবং বিআরটিএর যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা-জনসচেতনতা বৃদ্ধিমূলক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া, সওজ নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, নিসচা ময়মনসিংহ সভাপতি আব্দুল কাদের চৌধুরী, জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, মোটরযান কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক হাজী মো. আব্দুল মান্নান।

বগুড়া : বগুড়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ডিসি কার্যালয়ের বটতলায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের এসপি জাহাঙ্গীর হোসেন, বগুড়ার এএসপি সনাতন চক্রবর্তী, সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, সদর ইউএনও আজিজুর রহমান, বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, নিসচা জেলা সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এসএম সবুজের সঞ্চালনায় জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ঝালকাঠি : ঝালকাঠিতে জেলা প্রশাসন, বিআরটিএ, বাস মালিক সমিতি, জেলার শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় এডিসি আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী ও বিশেষ অতিথি বিআরটিএ বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. জিয়াউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. মাহফুজ হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে জেলা প্রশাসনের সহযোগীতায় এবং বিআরটিএ’র আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় নিসচা জেলা শাখা, সওজ বিভাগ, পরিবহন মালিক শ্রমিক সংগঠন, জেলা স্কাউট ও জেলা পুলিশ অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী। বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সওজ নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম।

এতে উপস্থিত ছিলেন নিসচা জেলা সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা কৃষক লীগের সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, আরটিসির সদস্য সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আন্তঃজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক বিলকিস বেগম, সাংবাদিক মোস্তফা কামাল, আলম সারোয়ার টিটু ও মানোয়ার হোসেন রনি প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এতে বিশেষ অতিথি ছিলেন এসপি মো. হাসানুজ্জামান, এডিসি (সার্বিক) আরিফ-উজ-জামান, সওজ নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, উপসহকারী প্রকৌশলী আহসান উল কবীর, বিআরটিএ সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। বক্তব্য দেন ঝিনাইদহের ট্রাফিক ইন্সপেক্টর কাজী সালাহউদ্দিন, নিসচা জেলা সম্পাদক নিয়ামুল হক সবুজ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবু সাঈদসহ প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জেলা প্রশাসক, সওজ ও বিআরটিএর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার সভাপত্বি করেন এডিএম খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিআরটিএ সহকারী পরিচালক প্রদীপ কুমার দেবের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এএসপি মোহা. শাহনেওজ, সওজ নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, চালক সমবায় সমিতির সম্পাদক মো. ইউনুছ মিয়া এবং নাগরিক সমাজের পক্ষে মো. শহিদুল ইসলাম। এ সময় সওজ উপসহকারী প্রকৌশলী (এসডি) সবুজ চাকমা, দিদারুল ইসলাম, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের ম্যাকানিক্স মংথুই মারমা, মো. সোহেল রানাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা প্রশাসন এবং বিআরটিএ’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এডিসি মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আ. জলিল মিয়া। এতে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি এএসপি মোহাম্মদ মাহফুজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সারোয়ার, সওজ নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস, ট্রাক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. মনিরুল ইসলাম স্বপন প্রমুখ।

সিরাজগঞ্জ : জেলা প্রশাসন ও সওজ’র আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ, এলজিডি নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রমুখ।

নাটোর : জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ ও শাখা নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ’র সহকারী উপ-পরিচালক সাইদুর রহমান, শাখা নিরাপদ সড়ক চাই’র সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

টাঙ্গাইল : সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক আবু নাঈম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কাউন্সিলর মো. আমিনুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল হক টিটু, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন প্রমুখ।

মাগুরা : জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, বিআরটিএ কর্মকর্তা মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর ছরোয়ার রহমান, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনু মিয়া, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া প্রমুখ।

কুমিল্লা : কুমিল্লায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উদ্যোগে ও হাইওয়ে রিজিয়ন কুমিল্লার সহযোগিতায় আলেখারচর এলাকায় বর্ণাঢ্য র‌্যালি ও হোটেল হাইওয়ে ইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার (হাইওয়ে রিজিয়ন) মো. রহমত উল্লাহ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি আমিনুল ইসলাম, সার্জেন্ট শাখাওয়াৎ, এসআই টিপু রায়, এসআই সাইফুল ইসলাম, এসআই হাসানাত, পরিবহন ও শ্রমিক নেতা সালাউদ্দিন বিপ্লব, আনোয়ার হোসেন, পরিবহন নেতা হুমায়ুন কবির, মো. আবুল প্রমুখ।

জামালপুর : জামালপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বক্তব্য দেন অতিরিক্ত জেলা হাকিম মো. সুহেল মাহমুদ, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, এএসপি শাহ্ শিবলী সাদিক, অটো-বাইক শ্রমিক ইউনিয়নের নেতা বেলাল হোসেন প্রমুখ।

গাইবান্ধা : জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বিআরটিএ সহকারী পরিচালক মো. মাঈনুল ইসলাম, মটর-যান পরিদর্শক আমিনুল ইসলাম খান প্রমুখ।

গোপালগঞ্জ : জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএর (সার্কেল) আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএর সহকারী পরিচালক সুধীর কুমার সাহার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-বাকী, জেলা আ.লীগের সম্পাদক মাহাবুব আলী খান, সওজের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, ভারপ্রাপ্ত মেয়র মো. নাজমুল হাসান, বিআরটিসি টুঙ্গিপাড়ার ম্যানেজার (ট্রেনিং) নীহার রঞ্জন মজুমদার, মোটরযান পরিদর্শক মো. সাঈদ সিদ্দিক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সদস্য সচিব মওদুদ হোসেন রেন্টু, বাস-মালিক মো. বিলাস শেখ, জেলা ট্রাক-লড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর আলী মোল্যা প্রমুখ।

মানিকগঞ্জ : জেলা প্রশাসন, বিআরটিএ এবং সওজ’র ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহীদ স্বরণী সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, বিআরটি’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সওজ’র নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার : জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহম্মেদ, বিআরটিএ’র সহকারী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ারুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।

নওগাঁ : জেলা প্রশাসনের সহযোগীতায় বিআরটিএ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের নেতৃত্বে শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হক, সওজ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, বিআরটিএ’র ইঞ্জিনিয়ার এটিএম ময়নুল হক প্রমুখ অংশ নেন।

নারায়ণগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিআরটিএ’র উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুথি সরকারের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ, সওজ’র নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালী : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক তন্ময় দাস ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিআরটি’র সহকারী পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, সওজের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, সেবকের নোয়াখালী জেলা সহ-সভাপতি মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় : জেলা প্রশাসন, বিআরটিএ এবং সওজ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সওজ’র সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিআরটি’র পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা, জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোশারফ হোসেন বক্তব্য দেন।

সিংড়া (নাটোর) : নিসচার উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা নিসচার সহসভাপতি সৌরভ সোহরাবের সভাপতিত্বে সভায় সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, শাখা নিসচার সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানার উদ্যোগে ও নিসচা’র সহযোগীতায় র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিসচা নান্দাইলের সভাপতি আসাদুজ্জামান খান শিবলুর সভাপতিত্বে ও সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দবির উদ্দিন ভূঁইয়া, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জিয়াউল হক, প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূইয়া, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক টিপু সুলতান, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিচালক শফিকুল ইসলাম সাইমন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী, ওসি ফকরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, নিসচা ফুলবাড়ী শাখার সভপতি খাজানুর হায়দার লিমন, সম্পাদক প্রকৌশলী হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এস.এম রাসেল পারভেজ, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউএনও সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ বেনজির আহমদ। বক্তব্য দেন নিসচা ধামরাইয়ের সভাপতি নাহিদ হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, উপজেলা চেয়ারম্যান মো. মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ওসি দীপক চন্দ্র সাহা, উপজেলা কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আহম্মেদ হোসেন প্রমুখ।

বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজারের বড়লেখায় নিসচার উদ্যোগে র‌্যালি পরবর্তী আলোচনা সভার সভাপত্বি করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন। সংগঠনের সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন নিসচা উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, ক্রীড়া সংস্থার সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ট্রাফিক সার্জন সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের দফতর সম্পাদক জামাল উদ্দিন, নিসচা উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মার্জানুল ইসলাম, আইনজীবী সহকারী ও কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয় প্রমুখ।

কয়রা (খুলনা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও (ভারপ্রাপ্ত) মো. নুর ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কয়রা ওসি (তদন্ত) এসএম শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, শিক্ষা অফিসার মো. আবুল বাশার, যুব উন্নয়ন অফিসার আ. রশিদ খান, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, মোল্লা আজাদ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, ওসি মো. মোসলেম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : নিরাপদ সড়ক চাই হাটহাজারী উপজেলা শাখা’র আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপজেলা শাখার আহবায়ক ওজাইর আহম্মদ হামিদির সভাপতিত্বে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইউএনও মোহাম্মদ রুহুল আমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা, চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মো. আবু তৈয়ব, আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দীন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close