নোবিপ্রবি প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৯

নোবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫১ জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৫১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে এ বছর ৬৮ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ছয়টি ইউনিটের অধীনে ২৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মোট ১ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর ‘সি’ ইউনিটের সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত, ‘ডি’ ইউনিটের দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close