প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৯

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ৫ দফা দাবিতে রাস্তায়

চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র জেলা-উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাঁচ দপা দাবিগুলো হলো সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেডের সমপরিমাণ বেতন র্নিধারণ, বর্তমান মূল্যস্ফিতির সাথে সামঞ্জস্য নেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি ভোগের বিধান। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া’র জেলা সভাপতি জাহিদুল হক রেজা, সাধারণ সম্পাদক আবু মনসুর, সংগঠনের নেতা আবু মূসা, জাহাঙ্গীর আলম, ম্যাক ফাহিম প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে সংগঠনের সভাপতি শাকির হোসেন চৌধুরী জালালের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারিয়া কমলগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক পদ্মকুমার চন্দ্র, উপদেষ্টা আজিজুর রহমান, সম্পাদক তাপস দেব, যুগ্ম সম্পাদক আশজাদুর রহমান রতন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মনারুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক মোবারক হোসেন, সদস্য নজরুল ইসলাম শিকদার প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন ফারিয়া’র কোটালীপাড়া শাখার সভাপতি অনুপম সরকার, সাধারণ সম্পাদক ইমরানুর রহমান, সহসভাপতি বশির আহম্মেদ, মাসুদ পারভেজ, সহসম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন শেখ প্রমুখ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠু সিংহ, শামীমুর রহমান, আব্দুর রউফ, ফরহাদ হোসেন, আল আমিন, সেলিম প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া উপজেলা চত্বরে মানববন্ধনে অংশ নেয় উপজেলার প্রায় শতাধিক রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। বক্তব্য দেন সংগঠনের সিংড়া শাখার সভাপতি জিয়াউল হক রুমি, সাধারণ সম্পাদক হুমাউন রশিদ, যুগ্ম সম্পাদক তপন কুমার সরকার প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জফিরুল সাদিক, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close