বগুড়া প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৯

আবরার হত্যাসহ নানা দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, শিশুহত্যার বিচার এবং দুর্নীতি, ক্যাসিনো বাণিজ্য, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহরের সাতমাথায় সকাল ১১টায় প্রগতিশীল সংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার পাল ও পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ক্রিড়া সম্পাদক সম্পাদক মো. ছাব্বির হোসেন। বক্তব্য দেন জেলা ঐক্য ন্যাপের সম্বনয়ক মাহফুজুল হক দুলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জিন্নাতুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্র কমিটির সহসভাপতি ফজলুর রহমান, জেলা ক্ষেতমজুর সমিতির সদস্য নিমাই ঘোষ, জেলা যুব ইউনিয়নের সম্পাদক শাহনিওয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close