প্রতিদিনের সংবাদ ডেক্স

  ১৮ অক্টোবর, ২০১৯

তৃতীয় শ্রেণির মর্যাদার দাবি পরিবার কল্যাণ সহকারীদের

পরিবার কল্যাণ সহকারীর চাকরি ১৭তম গ্রেড থেকে ১৫তম গ্রেডে উন্নতিকরনসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ি বিভিন্ন শাখা সংগঠন এই কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, নিয়োগ দেওয়ার সময় পরিবার কল্যাণ সহকারীদের ৩য় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। কিন্তু এসব কর্মচারীদের সম্প্রতি এক প্রজ্ঞাপনে মাধ্যমে তাদের বেতন স্কেলটা ৪র্থ শ্রেণি হিসাবে চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে তাদের নিয়োগ বিধির চূড়ান্ত আদেশ জারিসহ অবমাননাকর আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক বিষয়ে প্রতিবাদ সভা করেছে পরিবার কল্যাণ সহকারী সমিতি উপজেলা শাখা। সমিতির সভাপতি মোছা. ফাতেমা খাতুনের নেতৃত্বে এতে মাঠ পর্যায়ের পরিবার কল্যাণ সহকারীগণ অংশ নেন।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে গতকাল বিকালে প্রতিবাদ সমাবেশ করে পরিবার কল্যাণ সহকারি সমিতি উপজেলা শাখা। সাহেরা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলরুবা খানম। এতে বক্তব্য দেন বিশেষ অতিথি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার, জেলা কমিটির সম্পাদক সুলতানা রাজিয়া চৌধুরী ও স্বপ্না রানী দে।

নান্দাইল-ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে গতকাল বিকালে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে পরিবার কল্যাণ সহকারী সমিতির উপজেলা শাখা। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির উপজেলা সভাপতি জুবাঈদা আক্তার, সম্পাদক হাজেরা আক্তার শিল্পী, নেত্রী জাহানারা ফেরদৌস, কামরুন্নাহার, পারুল আক্তার, হোসনে আরা, গোফরান আক্তার ও সুরাইয়া বেগম। পরে তারা ইউএনও’র দফতরে স্মারকলিপি জমা দেন।

এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কর্মরত পরিবার কল্যাণ সহকারীরা গতকাল উপজেলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। পরিবার কল্যাণ সহকারী সমিতি ফুলবাড়িয়া শাখার আয়োজনে এতে বক্তব্য দেন সমিতির জেলা শাখা নেতা আফরোজা খাতুন, মর্জিনা আক্তার; উপজেলা শাখার সভাপতি শাহনাজ সুলতানা, সম্পাদক নুরজাহান খাতুন, আঞ্জুমান আরা খাতুন, চাদ সুলতানা, মনি রানি দাস,জয়নব আক্তার, কানিজ ফাতেমা, মোমেনা খাতুন প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে পরিবার কল্যাণ সহকারী সমিতির উপজেলা শাখার উদ্যোগে সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বিভাগের মাঠ পর্যায়ের সহকারীরা। গতকাল নাঙ্গলকোট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদা আক্তার, উপজেলা কমিটির সভাপতি নাজমা আক্তার, সহ-সভাপতি জহুরা বেগম, সম্পাদক নুরুন নাহার লায়লী, সহ-সম্পাদক আয়শা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাছিনা আক্তার মজুমদার, কোষাদক্ষ অঞ্জু রানী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close