বরিশাল প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০১৯

বরিশাল বিএম কলেজ

বাড়তি সেমিনার ফি রাখার অভিযোগ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাড়তি সেমিনার ফি রাখার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা হানা দিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে দুদকের কর্মকর্তারা কলেজের প্রশাসনিক শাখায় গিয়েছিলেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান শিকদার।

তিনি জানান, ভর্তির সময় সেমিনার ফি রাখা হয়ে থাকে। এবার শুরুতেই চার বছরের সেমিনার ফি একত্রে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। তবে কেউ বাড়তি টাকা রাখার বিষয়ে দুদকে অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তারা বিষটি খতিয়ে দেখতে কলেজে আসেন। আমরা তাদের একত্রে সেমিনার ফি রাখার বিষয়টি সম্পর্কে যাবতীয় তথ্য উপস্থাপন করেছি।

দুদক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক দেবব্রত মন্ডল জানান, আমাদের একটি টিম বিএম কলেজে গিয়েছে। সেখানে অনৈতিক কিছু পেলে তা আমরা মিডিয়ায় প্রকাশ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close