প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ অক্টোবর, ২০১৯

বিশ্ব খাদ্য দিবস

পুষ্টিকর খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধামুক্তির আহ্বান

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’ এই সেøাগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খাদ্য বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবড়িয়া : খাদ্য অধিকার বাংলাদেশ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মাননববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি এ কে এম বাবুল হক, সম্পাদক শফিকুল ইসলাম, রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত অপু, ব্যবসায়ী হুমায়ুন, রাহিম মিয়া, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফত’র উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ্ মো. আহ্সান, জেলা খাদ্যনিয়ন্ত্রক তাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের প্রশিক্ষণ অফিসার গোপাল কৃষ্ণ দাস প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপ-পরিচালক ড. এস.এম ফেরদৌস, জেলা প্রশাসক আবদুল মতিন, খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার শওকত ওসমান, আবেদুর রহমান স্বপন, সরকার মো. শহীদুজ্জামান প্রমুখ।

ঝালকাঠি : ঝালকাঠি জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ফজলুর হক, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) খায়রুল ইসলাম মল্লিক।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জি এম আব্দুর রউফ, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান আলী, জেলা কৃষক লীগের সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা।

নাটোর : নাটোরে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল হোসেন, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রবিয়াহ নূর প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও ছানাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামাণিক, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ।

উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় ইউএনও মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আনসারী, প্রশান্ত হাওলাদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মশিউর রহমান প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও শিহাব রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ হাবিবুল্লাহ, পরিবার পরিকল্পনা অফিসার শেখ মোহাম্মদ আদম প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমদ, রেজাউল করিম, খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও কাজী হাফিজুল আমিন, কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রাণিসম্পদ অফিসার রফিকুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজা আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. সাত্তার প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, উপজেলা আ.লীগের সহসভাপতি শাহ্ মোহাম্মদ কাইউম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও শিমুল কুমার সাহা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা কৃষি আমিরুল ইসলাম, খাদ্য অফিসার সেলিম আহমেদ, শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট’র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল হক টুটুল প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়ায় ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, প্রাণিসম্পদ কর্মকর্তা নাসরিন পারভীন, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সালেহ মো. নূহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী প্রমুখ।

সুজানগর (পাবনা) : পাবনার সুজানগরে ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, সুজানগর হাসপাতালের আরএমও ডা. সেলিম মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান, নাঈম হাসান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close