প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ অক্টোবর, ২০১৯

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস

জীবাণুমুক্ত থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই

‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চত হোক সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : নাটোরে র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.এন. মো. নাইমূল এহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন চন্দ্র রায়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন, পৌর মেয়র আলহাজ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী প্রমুখ।

টাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পিপিএম, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালী সার্কিট হাউস এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোঁয়া শেখানো হয়। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বগুড়া : বগুড়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাশেদুল ইসলাম, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাবতলীর উপ-সহকারী প্রকৌশলী লুৎফুন্নাহার, সাংবাদিক মহসীন আলী রাজু, আব্দুস সালাম বাবু প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুরে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও পূরবী গোলদার, জনস্বাস্থ্য প্রকৌশলী নাইমুজ্জামান বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালালউদ্দীন, সমাজসেবা কর্মকর্তা আরিফ হোসেন, রনিজিৎ কুমার শীল প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : ফেনীর ফুলগাজীতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পারবেজ হাসান, ইউএনও সাইফুল ইসলাম, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) ছাবিনা ইয়াছমিন, আলি আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা আছমা আক্তার প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রতন, মোশারফ হোসেন, সায়মা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close