ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৯

ভাণ্ডারিয়ার উত্তর জুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

এক শিক্ষক দিয়ে চলে ৬২ শিক্ষার্থীর পাঠদান

পিরোজপুরের ভা-ারিয়ায় ৬২ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ১৩৬ নং উত্তর জুনিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসির অভিযোগ উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ১৩৬ নং উত্তর জুনিয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক বছর ধরে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে ৬২ শিক্ষার্থীর পাঠদান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েও তেমন কোন সুফল পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। ৪৪ নং মধ্যো বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পুলককে বর্তমান বছরের আগস্ট মাসের মাঝামাঝির দিকে ১৩৬ নং স্কুলে ডেপুটেশনে নিয়োগ দিলেও তিনি নিয়মিত ক্লাশ করছেন না। শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবসি আরো অভিযোগ করেন, আমাদের এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা আক্তার পিরোজপুরে থাকেন, তিনি নিয়মিত ক্লাশে আসেন না। মাঝে মধ্যে তার স্বামী শাহআলম এসে তার পরিবর্তে ক্লাশ করান। প্রতি মাসে ৫-৭ দিনই শিক্ষক শুন্য থাকে এ বিদ্যালয়। যদি এমন চলতে থাকে তাহলে আমাদের সন্তানরা কি ভাবে শিখবে? এদিকে স্কুলে প্রয়োজনীয় শিক্ষক চেয়ে ‘শিক্ষক নাই শিক্ষক চাই’ শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে গত ১০ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের আঙ্গিনায় কোমলমতি শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিপালন করেছে।

এ ব্যাপারে ভা-ারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘১৩৬ নং বিদ্যালয়ের শিক্ষক সল্পতার ব্যাপারটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’ একই প্রসঙ্গে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মি. জেছের আলী জানান, বিদ্যালয়ের অনিয়মের বিষয়গুলো এতোদিন আমার জানা ছিলো না, যত দ্রুত সম্ভব শিক্ষক স্বল্পতা পুরনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close