দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৯

নেত্রকোনার দুর্গাপুর

কর্মকর্তাদের অনাগ্রহে উদ্বোধন হয়নি গৃহনির্মাণকাজ

দেশব্যাপী উদ্বোধন করা হয়েছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্পের কাজ। কিন্তু নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এখন পর্যন্ত নামফলক উন্মোচন করতে পারেনি সংশ্লিষ্টরা। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনাগ্রহই এ বিলম্বের কারণ বলে মনে করছেন উপকারভোগীরা।

জানা গেছে, পিআইসি কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে গৃহ নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। তবে সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এ কর্মসূচিতে দেখা দিয়েছে ধীরগতি। গত রোববার, ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলার ১৯টি গৃহহীন পরিবারের জন্যে নির্মিত বাসগৃহের নামফলক উন্মোচন করার নির্দেশনা ছিল। এ ব্যাপারে পিআইসি কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্যোগ প্রশমন দিবসে আমরা চেষ্টা করেছিলাম অন্তত বেশক’টি ঘর উদ্বোধন করার। কিন্তু পুরো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। খুব দ্রুততার সাথে কাজ চলছে, অচিরেই নামফলক উন্মোচন করা হবে। পিআইসি কমিটি গঠন কবে করা হয়েছিলো এমন প্রশ্নে তিনি বলেন, তালিকা প্রস্তুতের পূর্বেই কমিটি গঠন করা হয়েছে। ১৯টি গৃহহীন উপকারভোগীর বাসগৃহের তালিকা চলতি বছরের ৯ জুন অনুমোদন করেন পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয়ে কথা বলার জন্য পিআইসি উপজেলা কমিটির সভাপতি ও ইউএনও ফারজানা খানমের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close