সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৯

সুন্দরগঞ্জ পৌরসভা

আঞ্চলিক মহাসড়কে পানি জমে জনদুর্ভোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বাজারের উত্তর পার্শ্বে আঞ্চলিক মহাসড়কে স্থায়ীভাবে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

জানা গেছে, পৌরসভার সুন্দরগঞ্জ-চৌধুরাণী-রংপুর আঞ্চলিক মহাসড়কের মীরগঞ্জ বাজারের জনতা ব্যাংকের মোড় থেকে ধানহাটি মোড় পর্যন্ত প্রায় ১৫০ মিটার জায়গায় পানি নিষ্কাশনের কোন সুব্যবস্থা নেই। রাস্তা সংলগ্ন ২০/২৫টি পরিবারের টয়লেট, বাথরুমসহ অন্যান্য কাজে ব্যবহৃত পানি সরাসরি রাস্তায় গিয়ে পড়ছে। ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ধরণের নোংরা পানি প্রায় সারাবছর ধরে জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। এমনকি ওই ১৫০ মিটার রাস্তার পুরো অংশই পানির নিচে থাকায় পথচারিরা পড়েছেন বিপাকে। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। পানিতে নিমজ্জিত থাকায় সেই গর্তে পড়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। রাস্তার দু’ধারে কাদা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপদে।

স্থানীয় বাসিন্দা দুলাল সাহা, আব্দুর রহিম মিয়াসহ অনেকেই এ প্রতিবেদককে বলেন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় টয়লেট, বাথরুমসহ অন্যান্য ব্যবহার্য পানি রাস্তায় চলে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও কোন ফল পাইনি।

ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রাস্তায় সারাবছর ধরে নোংরা পানি ও কাদা জমে থাকায় ক্রেতারা দোকানে আসতে পারছেন না। এতে ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন বলেন, আপাতত পানি বের করে দেওয়ার কোন ব্যবস্থা নেই। তবে ১৫-২০ দিনের মধ্যেই ওই এলাকায় ড্রেনের কাজ শুরু করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close