মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৯

মধুমতির ভাঙন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং শুরু

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর দিলীপ ঘোষ ও গন্ধখালী ইউনুচ আলী মৃধা এবং মো. মতিয়ার রহমানের বাড়ির সামনে মধুমতি নদীর প্রবল ভাঙনরোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।

গতকাল শুক্রবার জিওটেক ব্যাগ ডাম্পিং কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহিরুল হক, কামারখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি সদস্য মো. নুরে আলম হায়দার, গন্ধখালী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান শেখ প্রমুখ।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম জহিরুল হক জানান, মধুমতি নদী ভাঙন রোধে দুই এলাকায় ৫ হাজার জিওটেক ব্যাগ ডাম্পিং করা হবে। যার প্রকল্প ব্যয় হবে ১৭ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা। প্রতিটি জিওটেক ব্যাগের খরচ হবে ৩৫৯ টাকা ৩ পয়সা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close