মনোহরগঞ্জ প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৯

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রী মাদরাসার উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী। কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মো. হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাস্টার রহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু নওশাদ, সাবেক ইউপি সদস্য মো. আবদুস ছোবহান, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মফিজুর রহমান প্রমুখ। মাদরাসার সহকারি অধ্যাপক মোবারক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা অহিদুর রহমান, সহকারি অধ্যাপক মাওলানা সামছুল আলম, ইংরেজি প্রভাষক মীর হোসেন, সিনিয়র শিক্ষক জাফর ইকবাল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close