উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৯

৯ বছরের দুর্ভোগের অবসানের উদ্যোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডি থেকে প্রায় নয় বছরের দুর্ভোগের অবসানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে আন্তঃইউনিয়ন যোগাযোগ ব্যবস্থা গড়তে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানা যায়।

উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের সংবাদকে জানান, সিরাজগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরেজমিনে নাগরৌহা গ্রামে কচুয়া নদীর উপর বিগত ২০১০ সালে নির্মিত ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন। নির্মিত ব্রিজটির উত্তর পাশে সংযোগ সড়ক না থাকায় এ ব্রিজ হয়ে আন্তঃইউনিয়নের মধ্যে সরাসরি ও সহজ যোগাযোগ ব্যবস্থা ছিলো না।

এরআগে, গত ২০ জুন প্রতিদিনের সংবাদ’র ৯’র পাতায় ‘২৫০ ফুট সড়কের অভাবে দেড় কোটি টাকার সেতু অকেজো’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close