যশোর প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

যশোরে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব

যশোরে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামী পরশু (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ উৎসবে ভারত ও বাংলাদেশের ৮টি নাট্যদল অংশ নিবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকদের অন্যতম নাট্য সংগঠন ‘বিবর্তন যশোর’ নেতৃবৃন্দ।

গতকাল বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব কমিটির আহ্বায়ক ও ‘বিবর্তন যশোর’ সভাপতি সানোয়ার আলম খান দুলু বলেন, দ্রোহ, প্রেম ও ঐতিহ্যের স্বপ্নযাত্রায় ‘বিবর্তন যশোর’ ৩০ বছরে পদার্পণ করছে। এরই ধারাবাহিকতায় যশোরে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, বিবর্তন-এর উপদেষ্টা অর্চনা বিশ্বাস, উৎসব কমিটির উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপাতি সাজেদ রহমান বকুল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বৈদ্যনাথ অধিকারী, উৎসবের সদস্যসচিব ও বিবর্তন যশোর সম্পাদক আতিকুজ্জামান রনি, সাবেক সম্পাদক ও অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক এইচআর তুহিন, সংগঠনের সহসভাপতি নওরোজ আলম খান চপল, সহসম্পাদক মানস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রিপন প্রমুখ।

সাত দিনে আটটি নাটক : উৎসবের প্রথমদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চ আলোকিত করবে ঢাকার ‘লোক নাট্যদল’-এর নাটক ‘আমরা তিনজন’। বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে এ নাটকের নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। পরেদিন সন্ধ্যায় আয়োজক সংগঠন ‘বিবর্তন যশোর’ মঞ্চস্থ করবে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক জীবনধারা নিয়ে নির্মিত নাটক ‘মাতব্রিং’। সাধনা আহমেদের রচনায় এর নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক। তৃতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঢাকার ‘প্রাঙ্গণে মোর’র নাটক ‘ঈর্ষা’। সৈয়দ শামসুল হকের রচনায় এর নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। চতুর্থদিন চুয়াডাঙ্গার অনির্বাণ থিয়েটার মঞ্চস্থ করবে ‘জিষ্ণুযারা’। নাটকটির নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় করেছেন আনোয়ার হোসেন। উৎসবের পঞ্চমদিন ‘প্রাচ্য কলকাতা’র নাটক ‘খেলাঘর’। হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউস’ গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন রতন কুমার দাস। ষষ্ঠদিন পশ্চিমবঙ্গের ঋত্বিক বহরামপুর মঞ্চায়ন করবে গীতিনাট্য ‘চম্পাবতী’। সমাপনী দিনে প্রথমে মঞ্চস্থ হবে কোলকাতার অঙ্গন বেলঘড়িয়ার নাটক ‘ফিরে পাওয়া’। এর নাট্যকার বেবি সেনগুপ্ত। পরে মঞ্চে আসবে পশ্চিমবঙ্গের ‘যুগের যাত্রী চন্দননগর’র নাটক ‘চাঁদসওদাগর’। শঙ্কর বসু ঠাকুরের রচনায় রামকৃষ্ণ মণ্ডল এ নাটকের নির্দেশনা দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close