পটুয়াখালী প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

আড়াইহাজার প্রতিবন্ধীকে সুবর্ণ সনদ প্রদান

পটুয়াখালীতে ২০,৪৯৭ জন প্রতিবন্ধীকে সুবর্ন নাগরিক সনদপত্র প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত গতকাল মঙ্গলবার ‘প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভূক্তির জন্য জেলা পর্যায়ে সরকারের নীতি নির্ধারক ও সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের সদস্যদের সঙ্গে এভিডেন্স বেস্ড’ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম শাহজাদা। পুরচালনা করেন প্রোগ্রাম অফিসার ইশরাত জাহান। উপস্থিত ছিলেন জেলা জাসদের সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, সাংবাদিক জালাল আহমেদ, ব্লাস্টের আইনজীবী আবু বকর সিদ্দিক, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, নেফাজ উদ্দিন, ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম জহিরুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close