কুমিল্লা প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গোৎসব

বরুড়ায় মহাঅষ্টমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন বাজারের রামমোহন সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধামে দুর্গাপূজা এবার ৫১ বছরে পদার্পণ করছে। বৈচিত্র্যময় ও শৈল্পিক আয়োজনের কারণে এরই মধ্যে এই পূজা উপজেলা সেরা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

শ্রীশ্রী জগন্নাথ ধামের সাধারণ সম্পাদক শ্রী মধু সুধন বণিক জানান, শারদীয় দুর্গাউৎসব উপলক্ষে মহাঅষ্টমীর দিন সকালে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ইচ্ছে আঁকো-২০১৯’ এতে অত্র এলাকার প্রায় ২০০ জনের অধিক শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া মহানবমীর সন্ধ্যায় সংগীতা অনুষ্ঠানে ঢাকা ও কুমিল্লার শিল্পীদের নিয়ে আয়োজন করা হবে।

রামমোহন সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধামের সভাপতি শ্রী নারায়ণ চক্রবর্তী আরও জানান, মন্দিরে সব ধরনের নিরাপত্তা রয়েছে এজন্য এখানে প্রতিবছর পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মন্দিরের চতুর্দিকে সিসি ক্যামেরা ছাড়াও রয়েছে পুলিশসহ প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close