গাইবান্ধা প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

গাইবান্ধা সরকারি কলেজ

১২০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুল

অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি ও ১২০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে বিষয় কোড ভুলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন তারা। ঘন্টা ব্যাপী কর্মসূচিতে গাইবান্ধা-নাকাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান সরকারি কলেজে যোগদানের পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। সর্বশেষ ডিগ্রি প্রথম বর্ষের ১২০ জন শিক্ষার্থীর বিষয় কোড ভুল আসায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা। প্রশাসনের গাফলতির কারণেই এত বড় ভুল হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি।

অধ্যক্ষ মো. মিজানুর রহমান দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরই গাফিলতির কারণেই হয়েছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের ত্রুটি নেই। তবে সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close