রাজবাড়ী প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

এক প্রশ্নপত্রেই ৩৯ বানান ভুল

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মডেল টেস্টের এক প্রশ্নে ৩৯টি ভুল বানানেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কারিগরি পরীক্ষার সাধারণ গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। আড়াই ঘন্টাব্যাপী ৭০ নম্বরের মডেল টেস্টে এই বানান বিপর্যয় দেখা গেছে।

বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা ঘটলে সেটা তো অদ্ভুত ব্যাপার। আমরা কয়েকজন মিলে প্রশ্ন করে আহবায়ক কমিটির কাছে দেই, প্রশ্নে কোন ভুল থাকলে সেটা আহবায়ক কমিটির উপর বর্তায়।’

ভুলের দায় নেওয়া প্রসঙ্গে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক শেখ আব্দুর মাজেদ বলেন, ‘আসলে এ দায় আমার একার না। এই কমিটিতে চার জন সদস্য রয়েছে দায় তাদের উপরও পরে।’ রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, ‘আগামীতে শিক্ষকদের সঙ্গে যে সভাটি রয়েছে সেখানে শিক্ষার মান বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করা হবে। এমন ভুল প্রশ্নে কিভাবে পরীক্ষ অনুষ্ঠিত হলো সে ব্যাপারে খোঁজ খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close