সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০১৯

‘নদীভাঙন রোধে সরকার ব্যাপক ভূমিকা পালন করছে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব জায়গায় নদীভাঙন এলাকার লোকজনকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক কাজ করে যাচ্ছি। বিভিন্ন নদীর এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, গাতিবিধিও এক এক রকম হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা প্রকল্প হাতে নিই। এজন্যই একটু সময় বেশি লাগে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে। যত তারাতারি সম্ভব আমরা নদীভাঙন রোধ করার চেষ্টা করব। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের নদীভাঙন এলাকা এবং যমুনা ক্ষতিগ্রস্ত চৌহালী উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, রংপুরের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক আবদুল্লাহ আল ফায়াজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close