পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

পার্বতীপুরে স্থাপনা উচ্ছেদের প্রতিবাদ

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কর্তৃক দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সকাল ১০টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের গোল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা।

সমাবেশে বক্তব্য দেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু, ডা. মমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, মরিয়ম বেগম, শামিমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, রেলের উচ্ছেদকৃত জায়গায় নতুন করে বসতি স্থাপনা নির্মাণ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি সুযোগ সন্ধানী চক্র। আমরা উচ্ছেদের জায়গায় বৈধভাবে ফিরে আসতে চাই। রেলওয়ের এই উচ্ছেদ অভিযানকে একপেশে বলে মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার পার্বতীপুর রেলওয়ের দাবিকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এরই অংশ হিসেবে দুই দফা অভিযানে পার্বতীপুর বাস টার্মিনালের চারপাশের ৫ শতাধিক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শতাধিক বাসাবাড়ি উচ্ছেদ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close