আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

অবক্ষয় রোধে আটোয়ারীতে ক্রীড়া প্রতিযোগিতা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দাবা, ক্যারাম, মোড়গ লড়াই ও দড়ি লম্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন’র (ইএসডিও) আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি) ও ইএসডিও’র পঞ্চগড়ের এরিয়া ম্যানেজার এম.এ মতিন সাঈদী।

প্রতিযোগিতা শেষে ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও এসিড সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুশ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশসহ পরামর্শমুলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close