নোয়াখালী প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

নোয়াখালী হাসপাতাল

কিডনি ডায়ালাইসিস ইউনিটের প্রথম বর্ষপূর্তি

দেশের দ্বিতীয় কিডনি ডায়ালাইসিস ইউনিট নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইউনিটে গত এক বছরে প্রায় ৮ হাজার রোগী সেবা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডায়ালাইসিস সেন্টারের এক বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কিডনি বিভাগ ও ডায়ালাইসিস ইউনিটের যৌথ আয়োজনে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ, কিডনি বিভাগের প্রধান ও জেলা স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন, স্বাচিপের সম্পাদক ডা. মাহাবুবুর রহমানসহ অনেকে। জেলা সদর হাসপাতাল পর্যায়ে দ্বিতীয় কিডনি ডায়ালাইসিস ইফনিটটি নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে গত বছরের ১৭ সেপ্টম্বর স্থাপিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close