প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

৭ দফা দাবিতে আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা

অষ্টম জাতীয় বেতন স্কেলে অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পর্যায়েও মানববন্ধন এবং ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় আগামী ২৬ সেপ্টেম্বর বিকালে জেলা সদরে মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা করা হয়। এছাড়া ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ২৮ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

রাজবাড়ী : রাজবাড়ী শহরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে গতকাল সকালে মানববন্ধন করে বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। রাজবাড়ী সদর উপজেলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মানিক বিশ্বাস, সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক নিলয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নাজমূল ইমাম বিমল সনাসী প্রমুখ। পরে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি দেন তারা।

টাঙ্গাইল : টাঙ্গাইলে বিকেলে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি সদর (পল্লী) উপজেলা পরিষদ। সংগঠনের সদর (পল্লী) উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা শাখার সম্পাদক মো. মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা, উপজেলা শাখার সম্পাদক মো. মোস্তাক হোসেন প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখা। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সম্পাদক মনিরুল হক মনির, সদর উপজেলা সভাপতি আইয়ুব আলী, সম্পাদক নুর নবী জিন্নাহ প্রমুখ।

জামালপুর : জামালপুরে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন চপন কুমার সরকার, মনিরুজ্জামান মনির, আব্দুল মান্নান চৌধুরী, ফারজানা ইসলাম, মঈনুল হাসান, রাশেদা আক্তার রাখি, আলী আসাদ ও আলফাজ উদ্দিন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈর উপজেলার চত্তরে গতকাল বিকালে মানববন্ধন এবং ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনে উপজেলা শাখা সভাপতি আবদুস সবুর মিয়া, সম্পাদক মো. নাজির হোসেন, সহ-সভাপতি নিখিল রঞ্জন দত্ত, জাকির হোসেন, আল মামুন ও সুশান্ত কুমার মন্ডল প্রমুখ।

ফুলপুর- মুক্তাগাছা-ধোবাউড়া-ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের সামনে গতকাল বিকালে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি ফুলপুর শাখা। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মো. আবুল কাশেম, ফুলপুর শাখার মো. নূরুল হক, রমজান আলী সরকার, রুখসানা ইয়াসমিন রিটা, সফিকুল ইসলাম সেলিম, হাতেম আলী ফরাজী, সাইদুর রহমান, সোমা রানী ঘোষ, আঞ্জুমান আরা অরুনা প্রমুখ। অপর দিকে আলী হোসেন, দিদারুল ইসলাম, আব্দুস সালামের নেতৃত্বে অপর একটি মানববন্ধন হয়েছে। পরে তারা ইউএনও’র হাতে স্মারকলিপি তুলে দেন।

এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা। আটশতাধিক শিক্ষকের অংশগ্রহনে এতে বক্তব্য দেন সংগঠনের মুক্তাগাছা উপজেলা সভাপতি আব্দুল জলিল, সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, শিক্ষক নেতা ফজলুল হক, ওয়াদুদুর রহমান রিপন, খায়রুল আলম, মোশাররফ হোসেন শামীম, শাহনাজ বেগম, সেলিম জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। পরে তারা ইউএনও সুবর্ণা সরকারের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।

এছাড়া জেলার ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে গতকাল বিকাল এক মানববন্ধন করে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখা। এতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রধান সিনিয়র সহ-সভাপতি আসমত আলী, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সিরাজ আলী, ইকতিয়ার আলম, সিব্বির আহমেদ, কায়সার হামিদ, মফিজ উদ্দিন, মিনতী রাণী, ইয়াসমিন বেগম, গোলাম কিবরিয়া, কামরুন নাহার, নাজমা আক্তার, শাহনাজ বেগম, লাভলী ইয়াসমিনসহ অন্যান্য।

অপরদিকে জেলার ফুলবাড়িয়া উপজেলায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নেতা মো. গোলাম কিবরিয়া দুলাল, মোহাম্মদ মোজাম্মেল হক দুলু, মো. হান্নান আকন্দ, মো. নুরুজ্জামান সবুজ, মো. উসমান গণি প্রমুখ।

বাউফল-মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা

হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর উপজেলা নির্র্বাহী অফিসার পিজুস চন্দ্র দে এর মাধ্যমে ¯œারকলিপি প্রদান করা হয়।

এদিকে জেলার মির্জাগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন, সুশীল চন্দ্র গাইন, আবদুল হালিম, রেজাউল করিম, আবদুল মালেক, রাশিদা আক্তার হেপী ও পিকচার আক্তার প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনের নেতৃত্ব দেন সংগঠনের কাউখালী উপজেলা সভাপতি সুব্রত রায়, সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শিক্ষক মেহেরুন্নেছা, আল মামুন, হুমাউন কবির, লিটন কৃষ্ণ কর, দিলরুবা পারভীন প্রমুখ। এতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন দেন সদর ইউপি চেয়ারম্যার আমিনুর রশিদ মিল্টন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক একে এম জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল কবির, প্রধান শিক্ষক আখতারুজ্জামান জাকির খান, মো. মহাসীন মোল্লা, মো. শাহাজাহান কবির প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবিউল করিম। এতে উপজেলার ১৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক গোলাম কিবরিয়া, সিনিয়ন সহসভাপতি আব্দুল মোমেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর শফিকুল আলম শিহাব ও হুমায়ুন কবির, জব্বার আলী প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়নাল হক, চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নেতা জালাল আহম্মদ ভূঁইয়া, হুমায়ুন কবীর, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন মজুমদার, রমজান আলী ও সাধারণ সম্পাদক সফিক রেজা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close