কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

কোটালীপাড়ায় ২ মাইল জুড়ে শতবর্ষী নৌকাবাইচ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী বিলবাঘীয়ার নৌকাবাইচ। বিশ্বকর্মা পুজা উপলক্ষে গতকাল বুধবার উপজেলার কালিগঞ্জবাজার সংলগ্ন খালে বাজার থেকে বুরুয়া গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। এ সময় খালের দুপাড়ে হাজারো দর্শনার্থীর ভিড় দেখা যায়।

প্রায় ২০০ বছরের এই বাইচ অনুষ্ঠিত হচ্ছে বলে স্থানীরা জানান। এ জন্য সকাল থেকেই দূর-দূরান্ত থেকে লোকজন এসে খালের পাড়ে ভিড় জমান। গতকাল তিন ঘণ্টার বেশি জমজমাট বইচে ২০০-৩০০ নৌকা অংশগ্রহন করে বলে আয়োজকদের দাবি। তারা জানান, কোটালীপাড়াসহ পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈর ও কালকিনি এবং বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে শতাধিক নৌকা নিয়ে মাল্লারা বাইচে অংশগ্রহন করেন।

ওসি শেখ লুৎফর রহমানের নেতৃত্বে কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করেন। আয়োজকদের পক্ষ থেকে কলাবাড়ী উইনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, বিলবাঘীয়ার নৌকাবাইচ হাজার বছরের একটা ঐতিহ্য। আমরা সবাই মিলে এই হাজার বছরের ঐতিহ্যকে যেন ধরে রাখতে পাড়ি এটাই আমাদের সকলের কাম্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close