গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

গঙ্গাচড়ায় ধান ক্রয়ের বরাদ্দ ফেরত

রংপুরের গঙ্গাচড়ায় সরকারিভাবে কৃষকের নিকট থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের জন্য ৯১৪ টন ধান বরাদ্দ দেওয়া হয়। লটারীর মাধ্যমে ৩ দফায় কৃষকের নিকট থেকে ৮৫৬ মেট্রিকটন ধান উপজেলা খাদ্য গুদামে ক্রয় করা হয়। কৃষকের কাছ থেকে আর ধান না পাওয়ায় বাকী ৫৭.৫৬০ মেট্রিকটন বরাদ্দের অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে জানান উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সাবিয়া সুলতানা।

খোঁজ নিয়ে জানা গেছে, লটারিতে যাদের নাম অল্প জমি রয়েছে তাদের অধিকাংশ নাম উঠে। ফরিয়া ধান ব্যবসায়ীরা ওইসব কৃষককে টনে ৩-৪ হাজার টাকা দিয়ে ম্যানেজ করে তাদের নামে স্লীপ ক্রয় করে ব্যাংক একাউন্ট করে খাদ্য গুদামে ধান সরবরাহ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলাম বলেন, খাদ্য গুদামে ধান ক্রয়ের সময়সীমা ছিল ১৫ সেপ্টেম্বর। ধার্য্যকৃত তারিখে কৃষকরা খাদ্য গুদামে ধান সরবরাহ না করায় অবশিষ্ট বরাদ্দ ফেরৎ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close