চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

দাফনের পর গার্ড অব অর্নার

ওসির বিচার চেয়ে রাস্তায় মুক্তিযোদ্ধারা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্তিযোদ্ধার জানাজার আগে গার্ড অব অনার না দেয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিনোদপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, সাবেক সাংস্কৃতিক কমান্ডার মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সম্পাদক মাহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান সরকারি নির্র্দেশনা অমান্য করেছেনÑ যা রাষ্ট্রবিদ্রোহীর সামিল। অবিলম্বে ওসির বিচার দাবি করছি। উল্লেখ্য, উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মুক্তিযোদ্ধা বাহারাম আলি (৬৫) গত শনিবার ভোর ইন্তেকাল করেন। পরে মুক্তিযোদ্ধার নামাজে জানাজার সময় ওসিকে জানালে তিনি সন্ধ্যার পর গার্ড অব অর্নার দেবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে রাত ৮টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তাকে দাফন করা হয়। দাফনের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গার্ড অব অর্নার দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close