ভোলা প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

গৃহবধূ ‘হত্যার’ বিচার দাবি

ভোলার দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূ নুসরাত জাহান মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের স্বজনরা অভিযোগ করেন, হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আসামিপক্ষের লোকজন চক্রান্ত করছেন। এরআগে গত শুক্রবার বিকালে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরগুমানী গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে মিমের শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ সৃষ্টি সৃষ্টি করে। এ নিয়ে প্রায়ই মিমকে নির্যাতন করা হতো। শুক্রবার বিকালে মিমের পরিবারের কাছে জানানো হয় মিম আত্মহত্যা করেছে। মানববন্ধনে বক্তব্য দেন নিহত মিমের মা ফরিদা বেগম, ভাই শহিদুল ইসলাম, আকবর হোসেন রাছেল, ইমরান হোসেন, রাকিব পন্ডিত প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close