বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

বদলগাছী রেজিস্ট্রি অফিস

সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে রেজিস্ট্রি বন্ধ

নওগাঁর বদলগাছীতে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে গত দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রেজিস্ট্রি কার্যক্রম। দলিল প্রতি সাব-রেজিস্ট্রারের ১ হাজার ২০০ টাকা দাখিলাসহ অন্যান্য খাতে দলিল লেখকরা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এতে তারা নিজেদের কাজ থেকে বিরত রাখেন। এ জন্য পরস্পরেক দায়ি করছেন।

দলিল লেখক মুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমান বলেন, বেলা ৪-৫ টার পর দলিল রেজিস্ট্রি করলে ২০০ টাকা করে এবং ভায়া দলিল না দিতে পারলে ২০০-৩০০ টাকা তারা দিত। কিন্তু সাব-রেজিস্ট্রার ৫০০ ও ১ হাজার টাকা দাবি করেন। তাছাড়া ১ হাজার ২০০ টাকা দলিল প্রতি দাখিলা তো আছেই। সাব-রেজিস্ট্রার পারভেজ খান অতিরিক্ত টাকা দাবি করায় তারা দলিল রেজিস্ট্রি করা বন্ধ রেখেছেন বলে জানান। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার পারভেজ খান মুঠোফোনে বলেন, বেলা ৩টার পর কোনো দলিল দাখিলের নিয়ম নেই। তারপরও বিকাল ৪টার পর কোন রেজিস্ট্রি ও ৫টার পর আমি অফিস করবো না বললে দলিল লেখকরা বলেন, যতক্ষণ লোকজন আসে ততক্ষণ রেজিস্ট্রি করতে হবে। এই অযুহাতে এক সপ্তাহ ধরে দলিল লেখকরা কোনো দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করেননি।’

দাখিলা ও অন্যান্য খরচ বেশি চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলিল লেখকদের নিয়ম অনুযায়ী কাজ করার কথা বললেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। যদি অনৈতিকভাবে বেশি টাকা দাবি করে থাকি তাহলে আমার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারেন।’

এ ব্যবাপারে দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. সোলাইমান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close