প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৯

বজ্রপাতে ২ স্থানে নিহত ১, আহত ৫

দেশের পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় পাঁচ শ্রমিক আহত ও এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন ও গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতের এ ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : লালমনিরহাটে বজ্রপাতের ঘটনায় পাঁচজন শ্রমিক আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকার মিলেটারী ফার্মে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের খামার হারাটী গ্রামের মফিজুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম শফিক (৪৫), দিলদার আলী (৫০), আমিনুর রহমান (৩৮) ও লালমনিরহাট পৌরসভার কলেজপাড়া এলাকার নুরনবী (৪২)।

গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে হায়দার আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়দার আলী ওই গ্রামের কছির উদ্দিনের ছেলে।

উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, রোববার দুপুরে হায়দার আলী হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের রোপা আমন ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close